রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - কথা কোস্ নে লো রাই

রবীন্দ্রনাথ ঠাকুর

কথা কোস্ নে লো রাই, শ্যামের বড়াই বড়ো বেড়েছে।।
কে জানে ও কেমন ক’রে মন কেড়েছে।।
শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি-
গোপিনীদের হৃদয় নিয়ে তবে ছেড়েছে।।

পরে পড়বো
৭৬
মন্তব্য করতে ক্লিক করুন