কবিতা - মলিন মুখে ফুটুক হাসি জুড়াক দু নয়ন রবীন্দ্রনাথ ঠাকুর অনুকাব্য মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন। মলিন বসন ছাড়ো সখী, পরো আভরণ। অশ্রু-ধোওয়া কাজল-রেখা আবার চোখে দিক-না দেখা, শিথিল বেণী তুলুক বেঁধে কুসুমবন্ধন।। ♥ ০ পরে পড়বো ৯৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন