রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - নিন্দা দুঃখে অপমানে

রবীন্দ্রনাথ ঠাকুর |

নিন্দা দুঃখে অপমানে
যত আঘাত খাই
তবু জানি কিছুই সেথা
হারাবার ত নাই।
থাকি যখন ধূলার পরে
ভাবতে হয় না আসন তরে,
দৈন্যমাঝে অসঙ্কোচে
প্রসাদ তব চাই।

লােকে যখন ভাল বলে,
যখন সুখে থাকি,
জানি মনে তাহার মাঝে
অনেক আছে ফাঁকি।
সেই ফাঁকিরে সাজিয়ে লয়ে
ঘুরে বেড়াই মাথায় বয়ে,
তােমার কাছে যাব এমন
সময় নাহি পাই।

পরে পড়বো
১০১
মন্তব্য করতে ক্লিক করুন