কবিতা - অলস শয্যার পাশে জীবন মন্থরগতি চলে রবীন্দ্রনাথ ঠাকুর বিবিধ কবিতা অলস শয্যার পাশে জীবন মন্থরগতি চলে, রচে শিল্প শৈবালের দলে। মর্যাদা নাইকো তার তবু তাহে রয় জীবনের স্বল্পমূল্য কিছু পরিচয়। ♥ ০ পরে পড়বো ১৭৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন