কবিতা - পরের কর্মবিচার রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য কবিতা নাক বলে, ‘কান কভু ঘ্রাণ নাহি করে, রয়েছে কুণ্ডল দুটো পরিবার তরে।’ কান বলে, ‘কারো কথা নাহি শুনে নাক, ঘুমোবার বেলা শুধু ছাড়ে হাঁকডাক।’ ♥ ০ পরে পড়বো ৮২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন