কবিতা - পরবিচারে গৃহভেদ রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য কবিতা আম্র কহে, ‘এক দীন, হে মাকাল ভাই, আছিনু বনের মধ্যে সমান সবাই– মানুষ লইয়া এল আপনার রুচি, মূল্যভেদ শুরু হল, সাম্য গেল ঘুচি।’ ♥ ০ পরে পড়বো ৯২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন