কবিতা - সাম্যনীতি রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য কবিতা কহিল ভিক্ষার ঝুলি, ‘হে টাকার তোড়া, তোমাতে আমাতে ভাই, ভেদ অতি থোড়া— আদান প্রদান হোক।’ তোড়া কহে রাগে, ‘সে থোড়া প্রভেদটুকু ঘুচে যাক আগে।’ ♥ ০ পরে পড়বো ১৩১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন