রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - স্নিগ্ধ মেঘ তীব্র তপ্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

স্নিগ্ধ মেঘ তীব্র তপ্ত
আকাশেরে ঢাকে,
আকাশ তাহার কোনো
চিহ্ন নাহি রাখে।
তপ্ত মাটি তৃপ্ত যবে
হয় তার জলে
নম্ৰ নমস্কার তারে
দেয় ফুলে ফলে।

পরে পড়বো
৬৮
মন্তব্য করতে ক্লিক করুন