কবিতা - স্তুতি নিন্দা রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য কবিতা স্তুতি-নিন্দা বলে আসি, ‘গুণ মহাশয়, আমরা কে মিত্র তব।’ গুণ শুনি কয়, ‘দুজনেই মিত্র তোরা, শক্র দুজনেই— তাই ভাবি শত্রু মিত্র কারে কাজ নেই।’ ♥ ০ পরে পড়বো ৭৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন