নেবে স্বাধীনতা?—নাও, তোমাকে দিলাম
অপার আকাশ—-উড়বে যদি একটি বেলুন দেবো,
হিলিয়াম গ্যাস-ভরা রঙিন বেলুন
মধ্য-আকাশের বায়ুস্তর ভেদ করে তুমি বেশ
নিশ্চিন্তে পেরিয়ে যাবে বাঙলার আকাশ…
নেবে স্বাধীনতা?—নাও,তোমাকে
দিলাম
সবুজ সংকেতময় নীল পাসপোর্ট—সুনিশ্চিত স্বাধীনতা
“গুডবাই বাংলাদেশ”বলে তুমি খুব অনায়াসে
চলে যেতে পারো যে-কোনো আকাশে, তবে
তোমাকে ছাড়তে হবে একুশের মায়া,
দ্বাদশ মাসের ষোল, মার্চের ছাব্বিশ—-
সারি সারি গাছপালা, স্বদেশের হাওয়া…
নেবে স্বাধীনতা?—নাও,অবশেষে তোমাকে দিলাম
প্রগাঢ় বিষাদ, জীবনের স্পস্ট মানে, আধুনিক
মানুষের ব্যর্থতার বোধ,অন্ধকার আর্তনাদ,
গভীর গহবর, চতুর্দিকে ভারী বুটের আওয়াজ,
অভ্যুত্থান,রক্তপাত,যুদ্ধ মূল্যবোধের কবর
সমস্ত পৃথিবীময় কুচকাওয়াজরত সেনাদল,
বার্বড-ওয়্যারঘেরা এই শতকের চক্রব্যূহ
প্রবেশের অভিমুন্য-জ্ঞান তোমাকে দিলাম—
নিষ্ক্রমণের মন্ত্রটি জানা নেই বলে ওটি শুধু
তোমাকেই শিখে নিতে হবে…
মন্তব্য করতে এখানে ক্লিক করুন