দিনদিন অনেক দূরে চলে যাচ্ছি।
ঠিক যতটা দূরে গেলে আর ফিরে আসা যায় না,
যতটা দূরে গেলে আর হাতে হাত রেখে বলা হয়না_
পাশেই আছি;
দিনদিন ততটাই দূরে চলে যাচ্ছি।
বাতাসের মতো তীব্র গতিতে_
মেঘের থেকে যেমন বৃষ্টি দূরে চলে যায়,
বসন্তের পাশে গ্রীষ্ম থেকেও_
ঠিক যেমন গ্রীষ্ম থেকে বসন্ত দূরে সরে যায়;
দিনদিন আমিও অনেক দূরে চলে যাচ্ছি।
যে দূরত্বে বিচ্ছেদ আছে,
বেদনা আছে,
আছে মেঘ ফাটা গর্জনের বিচ্ছেদের ঝলকানি,
গোধূলির রং ছাড়িয়ে, ফাঁকা মাঠ পেরিয়ে
ঝাপসা ধুলোয় সবকিছু পিছনে ফেলে
দিনদিন অনেক দূরে চলে যাচ্ছি।
তুমিও দূর থেকেই দেখো।
ঠিক যতটা দূর থেকে দেখলে
চোখের জল দেখতে পাওয়া যাবে না,
আঙুল স্পর্শ হবে না,
শরীরের উষ্ণতা, ভালোবাসার গভীরতা দেখতে পাওয়া যাবে না;
তুমিও ঠিক ততটাই দূর থেকে দেখো।
পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে
চাঁদ যেমন দূরে চলে যায়,
চাঁদের আলোকপথ
পৃথিবী যেমন করে দূর থেকে দেখে_
তুমিও তেমনই দূর থেকে দেখো।
দিনদিন অনেক দূরে চলে যাচ্ছি….
ঠিক যতটা দূরে গেলে আর ফিরে আসা সম্ভব হয় না।
🖋️: #রাজা_মেহেদী (১৬/০৬/২০২৪)
মন্তব্য করতে এখানে ক্লিক করুন