রাজা মেহেদী

কবিতা - জ্বলন্ত মুক্ত

লেখক: রাজা মেহেদী

সুদূর মফস্বল থেকে লোকাল ট্রেনে চেপে
কংক্রিটের শহর
ভীড়ে ঠাসা ট্রেন
সারা শরীরে ঘুমের ক্লান্তি
কাঁধে ব্যাগ, ব্যাগে কিছু বই ও ভাতের টিফিন কৌটো।

লোকাল ট্রেনে থাকা ছেলেটা
ট্রেনের মতোই দুরন্ত গতিতে দৌড়াচ্ছিল
চোখে মুখে ছিল জ্বলন্ত মুক্ত।

ছেলেটার মধ্যে একটা আকাশ ছিল
আকাশ ছোঁয়ার পাহাড় প্রমাণ স্বপ্ন ছিল
জ্বলন্ত মুক্তে মিষ্টি একগাল হাসি ছিল।

মফস্বল থেকে আসা ছেলেটার মধ্যে লড়াই ছিল
লড়াই জয় করার শক্তি ছিল
সাগর সমান সাহস নিয়ে
শহর জয়ের ইচ্ছা ছিল।

সব প্রতিবন্ধকতা, চোখ রাঙানি জয় করে
আজ ছেলেটা জয়ী
উত্তোলিত শরীরের অক্লান্ত জেদে
সে জয় করেছে শহর
নিজের জয় করা শহরে
নিজস্ব সাম্রাজ্য গড়ে তোলার লক্ষ্যে সে আজও অবিচল।

জন্মদিনে উৎসর্গ: মণিশঙ্কর মণ্ডল

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন