আমাকে নিও
রাসেল নির্জন
ভোরের শিশির ঝরার আগে,
মেঘে মোড়া আকাশে সূর্য ওঠার আগে,
তোমার হৃদয়ের গহীন কোণে,
আমাকে আপন করে নিও স্বযত্নে।
আমার নিঃশ্বাস,
আমার দিন ফুরিয়ে যাওয়ার আগে,
আমাকে নিয়ে, হারিয়ে একমুঠো স্বপ্নে,
আমাকে তোমার করে নিও, হৃদয়ের অন্তিম কোণে।
আমার মনের সুর,
তোমার অন্তরে বাজুক,
আমার অতৃপ্ত আকুলতা,
তোমার চাহনি তে ফুটে উঠোক।
আমাকে কুড়িয়ে নিও, যতটুকু তুমি চাও,
আমাকে কুড়িয়ে নিও, শেষ বিকেলে সূর্য ডুবার আগে,
নীল আকাশে সূর্য যখন রঙিন ছবি আঁকে,
পথে পথে একান্তে, একসাথে নির্জনে হেঁটে।
আমাকে নিয়ে চলো, স্নিগ্ধ রাত্রির ছায়ায়,
নীল আকাশে নক্ষত্রেরা যখন মিটিমিটি জ্বলে,
রাত্রির সুরে, মৃদু বাতাসে যখন পত্র-পল্লব দোলে,
চাঁদের আলো যেন আমাদের পদচিহ্নের পিছে চলে!
©Rashel Nirjhon
মন্তব্য করতে এখানে ক্লিক করুন