বরষায় নবীন ঘাসে
সতেজতা আছে ভরে,
ছুটেছে মন
কতদিন দেখিনি তারে!
মনে পড়ে হায় মনে পড়ে
ধানের ক্ষেত ধরে তার পাশে
কতদিন হয়না হাঁটা,
দূরে আছে সে তাই
মনের আকাশে মেঘের ঘনঘাটা!
চাঁদের আলোয় নদীর ঢেউয়ে
হেলেঞ্চা হওয়ায় হাওয়ায় দোলে,
ওরে ইচ্ছে করে তারে নিয়ে
ঘুরে বেড়ায় নৌকায় পাল তোলে!
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন