হেমন্ত

রাসেল নির্জন রাসেল নির্জন

হেমন্ত
রাসেল নির্জন

হেমন্তের বাতাসে সুরে সুরে,
সোনালি পাতা ঝরে পড়ে,
ফুল ফোটে, গাঁদা, পদ্ম, শেফালি,
ধান খেত সোনালি রঙে থাকে ভরে!

পাতাবিহীন বৃক্ষেরা থাকে দাঁড়িয়ে,
শুকনো পাতা মাটিতে পড়ে মেলে,
লাল, সোনালী, বাদামী রঙের ছোঁয়ায়,
দারচিনির সাদা মঞ্জরি, মিষ্টি ঘ্রাণে ভরায়!

প্রকৃতির অমলিন স্নিগ্ধতায়,
হেমন্তের সোনালী রোদে জীবনের জয়গান,
লাল-কমলা রঙে আঁকা তার রূপ,
নদী, পুকুর, শান্ত জলরাশি,
হেমন্তে পৃথিবী হয়ে ওঠে সুপ্রসন্ন, রূপালি।

পাখির কিচিরমিচির গানের সুরে,
রজনীগন্ধা, বকুল, কুল ফুলের গন্ধ ভরে,
পাখিরা আসে দূরদেশ থেকে,
তাদের কলরব ছড়ায় আকাশ জুড়ে!
©Rashel Nirjhon
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন