Monday, April 8, 2013
জীবনের গল্প
রাসেল নির্জন
জীবনের গল্পগুলো লেখা হয়
মায়াবী রাত-ভোরে,
কাশফুলের জলকণা
মৃদু বাতাসে আচমকা ঝরে।
কত সকাল কত বেলা
কেটে গেছে হেঁটে,
পায়ে বিধেছে কাঁটা।
কাশবনে তোমার হাত ধরে
হয়নি আজও হাঁটা।
©Rashel Nirjhon
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন