Sunday, January 26, 2014
কী যে ভালবাসি
রাসেল নির্জন
তোমার হাত যেন
দীর্ঘ তাজা কোমল ঘাস।
তোমার চোখের শান্ত হাসি;
আঙুল যেন গোলাপী পুষ্প।
কী যে ভালবাসি!!
তৃণক্ষেত্রের চির সবুজ ঘাসে
টুকরো টুকরো সাদা মেঘ ছিটানো
নীল আকাশের নিচে;
বড়ই হাঁটতে ইচ্ছে করে
তোমার কোমল হাতটি ধরে!
সূর্য খোঁজা সন্ধ্যা বেলায়,
আকাশ থেকে আলোক স্নাত
একটি নীলাভ তারা,
তোমার চোখে পড়লে পরে
উধাসী আমি হয়ে যাই দিশেহারা!
একটি পালতোলা নৌকার মত
জোয়ার ছাড়া জলপথে
আমাদের ধীর পথ চলা;
আমি আমার শূন্যতার
মধ্যে গভীরভাবে অস্বচ্ছন্দ,
যেখানে জীবন চালানোর
বুদ্ধিমত্তা লোপ পাই অবিরত;
সময় পেরিয়ে কত যে দিন গিয়েছে
কত যে কথা হয়েছিল না বলা!!
তবুও তোমার কাছাকাছি
যখন আমি থাকি
যাই না বুঝানো
বুকের ভেতরে কি যাচ্ছে,
এটা যেন খুব তীক্ষ্ণ অনুভূতি;
তাই গভীর ভাবনায়
সাঁতার কাটা হচ্ছে
কেউ না বুঝে সেটা কত গভীর;
শুধু এ কারণেই বুঝি
অস্থিরতায় কাতর আমি এক অস্থির!!
অনেক আশার হাওয়ায় ভেসে ভেসে,
কে জানে কত দূরে যাব হারিয়ে;
সমুদ্র, সবুজ অরণ্য, ভুবন পেরিয়ে!
শত অভিমানের ভিড়ে,
বুকের ভিতরে
কোন সে পরম গভীরে;
তুমি থাকো, তুমি ডাকো
নীরবে অশ্রুঝরা রাত-ভোরে!
শত কুলসিত কুটিলতার ভিড়ে;
পরম আত্মা যেন থাকে,
পরম আত্মার সাথে মিশে,
বিধাতার বিধানে অনন্তকাল ধরে!!
©Rashel Nirjhon
মন্তব্য করতে ক্লিক করুন