রাসেল নির্জন

কবিতা - মায়াবিনীর মায়ায়

রাসেল নির্জন

Sunday, October 5, 2014
মায়াবিনীর মায়ায়
রাসেল নির্জন

রোদেলা দুপুরে
দূরে নির্জন আকাশে,
দূর নক্ষত্রের লাল নীল রশ্মি
পড়েনা নজরে—শুধু ধুঁয়াশে।

সোনালী চিলেরা ডানা মেলে উড়ে,
নদি, বিল, ও পুকরের উপরে।
মায়াবিনীর মায়ায়
হৃদয় ছুটে যায়,
রোদের ভালবাসা গাছের পাতার সাথে;
সে সোনালি রোদের মাঝে
আমি আছি—তোমার পথে।

তোমার নামেই আত্মহারা আমি,
যেন চিরদিনের অপেক্ষায়,
মায়াবিনীর মায়ায়
হৃদয় ছুটে যায়!!
©Rashel Nirjhon

১৯২
মন্তব্য করতে ক্লিক করুন