গন্ধে ভরা মৃদু সুবাস,
অস্তাচলে যখন সূর্য হারায়।
নীল অপরাজিতা ফুটে ওঠে,
প্রকৃতির এক শাশ্বত গান গায়।
নীল অপরাজিতা হায়,
নীল রঙের পাপড়ি মেলে,
হৃদয়ে নিয়ে এক অদ্ভুত ব্যথা,
চিরকাল যেন থাকো জ্বলে!
আকাশের নীল থেকে কিছু নীল নিয়ে
প্রকৃতির কোলে দাও আভা ছড়িয়ে;
এত মাধুর্য, এত গভীরতা;
একটি রহস্য, এক শাশ্বত ব্যথা
সাদা আভায় লুকায় তা!
নীল অপরাজিতা হায়,
এভাবে অবিরাম তুমি ফুটে যাও,
পাপড়ির মধ্যে কোমলতা;
বৃষ্টিস্নাত তোমার রূপে
প্রকৃতির আদুরে স্নিগ্ধতা।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন