পাহাড়ের ছায়ায়

রাসেল নির্জন রাসেল নির্জন

পাহাড়ের ছায়ায় উদাসী সময় কাটে,
মনের ময়ূরী মরে গেছে বালির বুকে,
শীতল হাওয়ায় ভাসে শূন্যতা,
নীরবতা এই নিথর পাথরের বাঁকে।

স্মৃতির ডালে কাঁপে ঝরা পাতা,
বসন্তের স্বপ্ন এখন শুধুই গল্প,
বেদনায় বিধৃত, একা একা ভাটা,
সময় থেমে যায়, স্মৃতি করে ক্ষয়লব্ধ।

কোথায় গেল রোদে রাঙানো দিন,
যেখানে হেসে উঠত খুশির স্রোত,
পাহাড়ের ছায়ায় কাটে উদাসী দিন,
মৌন ঝর্ণায় ভাসে জীবনের স্রোত!

মনের ময়ূরী মরে আছে পাহাড়ের ভাঁজে,
বিবর্ণ এই হৃদয়, যে নিঃসঙ্গ যাত্রা;
পাহাড়ের কোলে চুপিসারে ডাকে মেঘ,
হৃদয়ের ব্যথায় ঝরে পড়ে শুকনো পাতা।
©Rashel Nirjhon
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন