তোমায় ছুঁয়ে ছুঁয়ে
রাসেল নির্জন

বিক্ষিপ্ত বৃষ্টিকণা থেমে থেমে
ঝরে সারারাত ভরে,
দু`চোখ জোড়ে;
নীরবতা শুধু আমার বিছানায়
এক অজানা শূন্যতা
আমায় গ্রাস করে।
শীতল মৃদু বাতাস বয়ে চলে
আমার বারান্দার পাশ দিয়ে,
মেঘেরা সব দূরে কোথাও নিয়ে যায়,
তোমায় ছুঁয়ে ছুঁয়ে।
©Rashel Nirjhon

পরে পড়বো
১২৯
মন্তব্য করতে ক্লিক করুন