20 June, 2019
তুমি কি যাবে প্রিয়া
রাসেল নির্জন
তুমি কি যাবে প্রিয়া আমার সাথে?
দুটি পাতা একটি কুড়ির দেশে;
জুরিয়ে নিতে প্রাণ,
পাহাড় ঘেরা জলরাশির আবেশে।
তুমি কি যাবে প্রিয়া আমার সাথে?
পাহাড়, ঝর্ণা আর পাথরের রাজ্যে,
সোনাই নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্য্যে।
তুমি কি যাবে প্রিয়া আমার সাথে?
গিরিপথ ঘেরা সবুজ অরণ্যে ঝর্ণার দেশে,
মায়াবী ঝর্ণায় বুকে জড়িয়ে,
স্বচ্ছ শীতল পানির ধারায় যাব হারিয়ে।
তুমি কি যাবে প্রিয়া আমার সাথে?
গাঙ্গ চিলেদের দেশে,
গোধূলির নির্মল বাতাসে,
সমুদ্রতীরে বুকে জড়িয়ে রব,
নীলাভ ঢেউয়ের কলকলানি আর উল্লাসে।
©Rashel Nirjhon
মন্তব্য করতে এখানে ক্লিক করুন