ভালোবাসা নদীর জলের মত
অনন্তের দিকে ছুটে চলে অবিরত,
ভালবাসা নদীর ঢেউয়ের মত,
ছুঁয়ে যায় হৃদয়, আবার দূরে যেয়ে করে ক্ষত!
ভালোবাসা জলেরই মতন—
কখনো বা ছিটকে পড়ে দূরে,
কখনো বা বাষ্প হয়ে যায় আকাশে উড়ে!
ঝরা ফুল পঁচে মাটিতে মিশে,
তবুও তার সুগন্ধিকণা মিশে বাতাসে,
আবার ফুটে নতুন পত্রপল্লব হয়ে,
কোন এক বসন্তে রঙিন হয়ে!
জল থেকে জল যখন ছিন্ন হয়,
তা কি আর নিঃশেষে ধ্বংস হয়;
মিশে যেতে মহাসাগরে
বহু পথ ঘুরে আবার একাকার হয়!
দেহ যাবে মাটিতে মিশে,
প্রাণ যাবে কোনো দূর নক্ষত্রের দেশে;
মৃত্যু তো কেবল একযাত্রা
ভালবাসা তবুও রয়ে যাবে আত্মায় মিশে!
কলমে: Rashel Nirjhon
মন্তব্য করতে ক্লিক করুন