মানুষ কুকুর নাকি কুকুর মানুষ
মানুষ কুকুর নাকি কুকুর মানুষ
রিয়াজ খান-হৃদয়

গল্প - মানুষ কুকুর নাকি কুকুর মানুষ

রিয়াজ খান-হৃদয়
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ অন্যান, জীবনবাদী

শীতের রাত। রাস্তার ধারে একটা পুরোনো বস্তার ভেতর কেঁপে উঠছিল শব্দ।কেউ শুনতে চায়নি।
ভোর হলে দেখা গেল,বস্তার ভেতরে কতগুলো কুকুরছানা,
পানিতে ভিজে, নিথর দেহ। মা কুকুরটা দূরে বসে কাঁদছিল,
কিন্তু মানুষের কান তখন বন্ধ। আরেক গলিতে,
দুইটা কুকুরছানার পা ভাঙা,কেউ মজা করে ভেঙছে হয়তো,
কারণ ওরা “কুকুর”। আরেক জায়গায়
খাবারের লোভ দেখিয়ে, মা কুকুরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে।
কারা করেছে এসব ? কুকুর না–মানুষ ?

কেউ গরম পানি ঢেলেছে, কেউ ইট ছুঁড়েছে,
কেউ গভীর ক্ষত তৈরি করেছে এই অবলা প্রাণীদের শরীরে।
তখন প্রশ্নটা জেগে ওঠে, যে প্রাণী বিশ্বাস ছাড়া কিছু জানে না, যে নিজের ছানার জন্য জীবন দেয়, মালিকের জন্য জীবন উৎসর্গ করে। সে কি নিকৃষ্ট?
নাকি নিকৃষ্ট সে, যে মানুষ হয়েও, মায়া, করুণা, মানবিকতা হারিয়েছে ? বলা হয়, মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু সেরা জীব কি এমন হয় ?
যে দুর্বলকে মারে, নির্বাককে নির্যাতন করে ।

কুকুর কুকুরই থাকে –বিশ্বস্ত, নিরীহ, অবলা।
আর মানুষ ? কিছু মানুষ, মানুষ থাকে না।
এই গল্প কোনো কুকুরের না–
এই গল্প আমাদের বিবেকের।
আজ যদি আমরা অবলা প্রাণীদের পাশে না দাঁড়াই,
কাল হয়তো মানুষের কান্নাও, শুনবার কেউ থাকবে না।

সাহায্যে হাত বাড়ান। অবলা প্রাণীদের প্রতি নির্যাতন থামান। মানুষ হয়ে উঠুন।

“রিয়াজ খান হৃদয়”

পরে পড়বো
৭০
মন্তব্য করতে ক্লিক করুন