ভাইঙ্গা যাওয়া ঘর আমার, দুঃখের এক বাসা,
চাইয়া দেখি শূন্যতায়, হারাইয়া যায় আশা।
চালে ফুটা, দেয়াল ফাটা, বাতাসে দেয় দোলা,
তবুও যেন এই ঘরেই, সুখের গল্প বলা।
কাইন্দা মরে মনটা আমার, ভাইঙ্গা যাওয়া ঘরে,
স্মৃতিগুলো উইড়া আসে, মনের অন্দরে।
রাতের বেলা জোনাক জ্বলে, দেয়ালের ওই ফাঁকে,
ভাঙ্গাচোরা এই ঘরেই, স্বপ্নগুলো আঁকে।
মেঘের ডাকে ভয় লাগে, বৃষ্টিতে ভিজে যাই,
তবুও যেন এই ঘরেই, শান্তি খুঁজে পাই।
মাটির গন্ধ মিশে থাকে, ঘরের আনাচে কানাচে,
ভাইঙ্গা যাওয়া ঘর আমার, আজও যেন বাঁচে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন