কবিতা - রক্তদান

লেখক: এইচ পি রুবেল খান

রক্ত হলো আল্লাহর দেয়া স্বেচ্ছায় করো দান
তোমার রক্তে বাঁচতে পারে মানুষের প্রাণ||
লাল রক্ত সবার দেহে আছে কত গ্রুপ
রক্ত দানে করো তুমি মানবতার প্রুফ||

হাসপাতালের বেডে শুয়ে রক্ত শূন্যতায়
এক দুই তিন করে গুনে মৃত্যু যন্ত্রণায়||
ভেবে দেখো কেবা তারা কিবা পরিচয়
রক্ত দানে বাঁচাও তাদের দুঃখ করো জয়||

আজকে তুমি রক্ত দাতা কাল হলে শূন্যতা
তোমায় তখন রক্ত দিবে তার সন্তানেরা||
এই পৃথিবীর আলো-বাতাস দেখবো সবাই মিলে
হাসি ফুটবে সবার মুখে থ্যালাসেমিয়ায় রক্ত দিলে||

সবুজ পৃথিবীর লাল রক্তে পাব মানবতা
যাদের চেষ্টা ইচ্ছা শক্তি দৌঁড়ে চলে পা||
মানবতার জয় গান সৎ যাদের পন্থা
শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা||

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩১২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন