একা রাস্তায়, দেখে হাসতেই,
চোখে বলতে, ভালোবাসতেই,
আমি জানতাম, পথ চুপচাপ,
তবু কোলাহল, তুমি আসতেই।
একা সন্ধ্যা, জানে আলো নেই,
কেউ হাসছে, তবু ভালো নেই,
আমি জানতাম, তুমি স্বপ্ন,
তবু খুঁজতাম, আলো জ্বালালেই।
একা রাত্তির, বুক তড়পায়,
চোখ জ্বলছে, জমা-খরচায়,
আমি ভাবতাম, আমি মিথ্যে,
তুমি দাঁড়াবেই, এসে দরজায়!
একা রাস্তায়, একা হাসতেই,
আমি বলতাম, ভালোবাসতেই,
তুমি নেই, তবু ভাবতাম–
ঘরে ফিরব, তুমি আসতেই।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন