সাদাত হোসাইন

কবিতা - তাড়িয়ে দিয়ো আমায়, নিশুতি রাতের তারা

সাদাত হোসাইন

তাড়িয়ে দিয়ো আমায়, নিশুতি রাতের তারা
তাড়িয়ে দিয়ো আকাশ, তাড়িয়ে দিয়ো মেঘ
আমারও খুব পা বাড়িয়ে হারিয়ে যাবার তাড়া।
রাত্রি বলেই অন্ধকারে— আমার ভীষণ ভয়
যদি ভুলে যাওয়া স্মৃতির সাথে হঠাৎ দেখা হয়
মানুষ জানে, বাড়লে রাত্রি— মানুষ একা হয়!

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন