বিধবা
সজীম শাইন
লাল সবুজের চাদরে অবুঝ আদর ছিল,
তারায় ভরা চোখে আলোর ইশারা দিল।
কাল রাতে বিধবার ঘরে পরাধীনতা আসে,
অর্জিত পতাকা সেদিন থেকে শূন্যে ভাসে।
নিশাচরের নখের মাঝে বিধবার রক্তের ছিটা,
কলঙ্কের কালিমা লেপনে করেছে শূণ্য ভিটা।
তারায় ভরা চোখে আলোর ইশারা দিল।
কাল রাতে বিধবার ঘরে পরাধীনতা আসে,
অর্জিত পতাকা সেদিন থেকে শূন্যে ভাসে।
নিশাচরের নখের মাঝে বিধবার রক্তের ছিটা,
কলঙ্কের কালিমা লেপনে করেছে শূণ্য ভিটা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৬৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন