আগমনী – (২).
শংকর ব্রহ্ম

কৈলাশ থেকে আসবে আমাদের উমা মা
ওরে, তোরা সবাই শঙ্খ বাজা উলুধ্বনি দে,
নীল আকাশে দেখ না চেয়ে, মেঘেরা ভেসে
ড্যাব-ডেবিয়ে তাকিয়ে আছে ধরার বুকেতে।

খুশিতে ফুটে আছে নদীর ধারে কত কাশ ফুল
দুলছে হাওয়ায় সুখের দোলে আনন্দে বিলকুল,
মন বলছে দেরি আর আসবে উমা ধরার বুকে
তাই ফুটেছে সাদা ভাতের মতো সব শিউলি ফুল।

কৈলাশ থেকে নীলকন্ঠ পাখি এখানে এলে পরে
উমা মা আসবে তখন তার নিজের বাপের ঘরে।

মন্তব্য করতে ক্লিক করুন