আগুন পাখি
শংকর ব্রহ্ম
প্রথমে, একবার কাছে আসি শুধু
তারপর আসতে আসতে,
আসাটা কেমন সহজ হয়ে যায়
ফেরা আর হয় না সহজ।
তবু, এখন আর এসো না কাছাকাছি
সময়ের ভাঙনের মধ্যে আছি,
কাছে এলে চূর্ণ হয়ে যাবে
মাটি খাবে, বায়ু খাবে,নদী খাবে
এইভাবে সবাই ধরে ধরে খাবে
তারপরে লীন হয়ে মিশে যাবে
আমারই ভিতরে,ভাবতে বেশ মজা লাগে।
এখন, যখন আমি আগুনের মধ্যে আছি,
চেয়ে দেখি বিস্ময়ে
তুমি ছাড়া আর কেউ, নেই কাছাকাছি।

মন্তব্য করতে ক্লিক করুন