শংকর ব্রহ্ম

কবিতা - আমার কবিতা

লেখক: শংকর ব্রহ্ম

আমার কবিতা
শংকর ব্রহ্ম

কি করতে পারি মশাই এই দুর্দিনে
আমি তো নিজে হাবা-গোবা কবি এক
খুনে কিম্বা ধান্দাবাজ নই
শুধুই কবিতা লিখি
বাক্যবন্ধে জাড়িত কবিতা
আমার কবিতা যেন বিখ্যাত হাজায়
সেলিকল মলমের মতো ধীরে কাজ করে যায়।

এ সব কবিতা শুনে হেসে ওঠে ভোরের সবিতা।

৬৯
মন্তব্য করতে ক্লিক করুন