শংকর ব্রহ্ম

কবিতা - আমি ভাল নেই

শংকর ব্রহ্ম

আমি ভাল নেই
শংকর ব্রহ্ম

তোমার অভাবে
সমস্ত দেয়াল জুড়ে লিখে রাখব
‘আমি ভাল নেই’
আমার নিজের ছায়া বলে উঠবে
‘আমি ভাল নেই’

পরিযায়ী পাখিরা এসে এই শীতে
শিখে নেবে এই সুরে গান,
‘তুমি কাছে নেই তাই,আমি ভাল নেই’।

তুমি কাছে নেই
তাই সমস্ত আকাশ জুড়ে জ্যোৎস্নাকে
মনে হয় গ্রীষ্মের প্রখর রোদ্দুর।

১০৫
মন্তব্য করতে ক্লিক করুন