শংকর ব্রহ্ম

কবিতা - আপনজন

লেখক: শংকর ব্রহ্ম

আপনজন
শংকর ব্রহ্ম

তোমাকে হয়নি মনে কখনই
আদিগন্ত খোলামেলা মাঠ,
যখনই করেছি খোঁজ
দেখেছি রয়েছে বন্ধ ,ঘরের কপাট।

আমার নিজের বলে কেউ নেই
তাই আমাকে খোঁজে মেঘ বৃষ্টি জল,
কারণ ওরাও জানে,
আর দু’টি নেই, আমার মতোন পাগল।

আমিও আপন মনে ভেঙে গেছি, ঘরের দেয়াল
যাতে ঝড় বৃষ্টি ঘরে ঢোকে সহজেই চিরকাল।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন