শংকর ব্রহ্ম

কবিতা - আজে বাজে

শংকর ব্রহ্ম

আজে বাজে
শংকর ব্রহ্ম

বাইরে যখন আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি পড়ে,
একলা ঘরে তোমার তরে মনটা আমার কেমন করে
করলে এ’মন কি হবে আর?
উপায় তো নেই বাইরে যাবার।
এখন তুমি করছো কী যে
ভাবতে বসি একলা নিজে,
হয়তো তুমি ব্যস্ত আছ নানান কাজে
আমিই শুধু ভাবছি বসে আজে বাজে।

পরে পড়বো
২৯৬
মন্তব্য করতে ক্লিক করুন