শংকর ব্রহ্ম

কবিতা - অলীক কল্পনা

লেখক: শংকর ব্রহ্ম

অলীক কল্পনা
শংকর ব্রহ্ম

ছড়িয়ে ছিটিয়ে আছে স্মৃতি তার সারা ঘরময়
দেওয়ালে টাঙানো ছবিখানি
যেন কোন কথা বলতে চায়
রাগ বা বিরক্তি নেই মুখে তার
চোখের ভিতরে যেন নেমে গেছে সিঁড়ি
যার নীচে বহুদূর নেমে যাওয়া যায়
ত্রিশ বছর পিছে
স্বপ্নের রমণী খোলা চুলে
ঠোঁটটেপা হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে থেমে
আমি তার কাছে আজ আর
পৌঁছাতে পারি না কিছুতেই
সেই অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে

হাতে নিয়ে চুলের কাঁটাটি তার
এইসব মনে হলে পরে
আমি ঘরে চুপ করে অন্ধকারে বসে থাকি একা
অকস্মাৎ যদি তার পেয়ে যাই দেখা!

১৬৩
মন্তব্য করতে ক্লিক করুন