অলীক কল্পনা
শংকর ব্রহ্ম
——————-
উপরে উঠতে চাও, কিন্তু কোথায়?
উপরে শূন্যতা ছাড়া, কিছু নেই আর।
দূরে উড়ে যেতে চাও,কিন্ত কোথায়?
সেখানেও শূন্যতা ছাড়া,নেই কিছু আর।
কোথা থেকে,বল তো কে –
পাঠাল তোমায়,এমন জগতে?
অর্খহীন বেঁচে থাকা শূন্যতায়, বন্দীর মতন
মৃত্যও কুহেলিকাময় অনিশ্চিত তেমন।
হতাশায় বন্দী পাখি,শূন্যে তুলে আঁখি
ভাবে, কোনদিন আমি মুক্তি পাব কি?
এ’জীবন ধাঁধাঁ যেন এক, শূন্যতায় ভরা
সমাধান নেই কোন তার?
বেদনা আনন্দ ক্ষত সব একাকার,
আমাদের উচ্ছল বাসনা –
সুখ,স্বর্গ ও ঈশ্বর কল্পনা
মনেহয় কিছু নয় আর
সব শুধু অলীক কল্পনা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন