আমি
শংকর ব্রহ্ম
লোকটা আমি মোটেই খুব মন্দ নই
ভালবাসার কাছে গেলে পাই না থই,
কেমন যেন অকারণে বিভ্রান্ত হই
লোকটা আমি মোটেই তেমন মন্দ নই।
লোকটা আমি মোটেও তেমন ভাল নই
হিংসা দ্বেষের কথায় খুবই ক্ষুব্ধ হই,
বুকের ভিতর ফুটতে থাকে জ্বালার খই
লোকটি আমি মোটেও তেমন ভাল নই।
লোকটি আমি মোটেও তেমন মন্দ নই
ভালবাসা কাছে এলে পাই না থই।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন