শংকর ব্রহ্ম

কবিতা - অনিশ্চত

লেখক: শংকর ব্রহ্ম

অনিশ্চত
শংকর ব্রহ্ম

মৃত্যুকে বুড়ি করে
আমরা সকলে শুরু করেছি জীবনের খেলা,
কে যে কখন ছুঁয়ে দেবে বুড়ি কালবেলা,
খেল খতম।
আকাশে উড়ছে কত রঙ বেরঙের ঘুড়ি,
কোনটা যখম হয়ে ভো- কাট্টা
ভূয়ে এসে, মাটিতে মিশে, ছুঁয়ে দেবে বুড়ি,
কেউ তা জানে না।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন