অনুভব
শংকর ব্রহ্ম
একটু দেখালে মুখ কতটুকু ক্ষতি হতো আর
অনেকটা খুশি হতো মন তার।
সবকিছু চাইলেই পাওয়া যায় নাকি
দেওয়া যায় সব?
রমণীরা চায় না কিছু আর,একটু সঙ্গসুখ,
একটু মান্যতা চায় শুধু,
দিয়ে তার সঞ্চয়ের সবটুকু মধু।
চাওয়া ও পাওয়ার মাঝখানের
দূরত্বটা আর থাকে কতকাল?
একদিন ঝড়ো হাওয়া এসে
এলোমেলো করে দেয় সব,
সে ঝড় যার বুকে ঢোকে একবার
সে-ই শুধু,টের পায় আর
অন্য কেউ টের পায় না তার।
ঝড় উঠলেই খুব ভয় ভয় করে
সামলালো হয়ে ওঠে দায়।
ভয় আমার পোষা বলেই
দেখা দেয় সে নানা ছলেই।
ভয় পেলেই,ভয় আরও ভয় দেখায়,
সে কথাটা কে আর বল কা’কে বোঝায়?
বুঝবার তাড়া নেই অতো
ধীরে ধীরে বোঝা যাবে সব,
বেশ,তবে সেটা শুধু মনে মনে কর অনুভব।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন