আশ্চর্য প্রদীপ
শংকর ব্রহ্ম
মনেকরো,তোমার যাপিত দুঃখ সবটা তোমার নয়
কেউ কেউ গচ্ছিত রেখে তীর্থভ্রমণে গেছে পুণ্য অর্জনে
সে পুণ্যের ভাগীদার তুমিও কিছুটা,
ফিরে এসে যে যার দুঃখ ফিরিয়ে নিলেই
তুমি খুব হাল্কা হয়ে যাবে।
মনেকরো,সকলের আনন্দ উৎসব একান্ত তোমার
যাতে তারা ভোগ করতে পারে সে কারণে
তাদের কাছে গচ্ছিত রেখেছ,
ইচ্ছে হলেই তুমি তা অনায়াসে ফিরিয়ে নিতে পার,
মনেকরো, এ’ভাবেই ভাবনার অভিমুখ একটু ঘুরিয়ে দিলেই
বুকের ভিতরে এক আশ্চর্যপ্রদীপ জ্বলে উঠতে পারে।

মন্তব্য করতে ক্লিক করুন