শংকর ব্রহ্ম

কবিতা - অভিধান

শংকর ব্রহ্ম

অভিধান
শংকর ব্রহ্ম

যাকে তোমরা, বলছ আকাশ
যদি আমি বলি, ধূলো মাটি ঘাস
তাতে কি আকাশ, রাগ করে খুব?

অথচ তোমরা যাকে ভাবছ মানুষ,
যদি বলি তাকে
‘মিথ্যে কথার ফানুস’,
তাতে এত রাগ,কর কেন যে,
বুঝি নাতো নিজে;
মিথ্যে বলি কি? অভিধান দেখি !

পরে পড়বো
২৬
মন্তব্য করতে ক্লিক করুন