শংকর ব্রহ্ম

কবিতা - বসন্ত

লেখক: শংকর ব্রহ্ম

বসন্ত
শংকর ব্রহ্ম

এখানে বসন্ত আসে না আর ফুলেও পাতায়
এ শহরে গাছ নেই
সারি সারি অট্টালিকা শুধু,
এ শহরে কোকিল ডাকে না আর
কাকেদের কর্কষ স্বর শোনা যায়,
এ শহরের মানুষগুলিও কর্কষ হয়ে গেছে যেন
মনে কোন বসন্তের আনাগোনা নেই
স্বরে কোন মায়া ও দয়া ঝরে না এখন।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন