শংকর ব্রহ্ম

কবিতা - বসন্ত আসে যায়

লেখক: শংকর ব্রহ্ম

বসন্ত আসে যায়
শংকর ব্রহ্ম

তারুণ্যে বসন্ত ছিল মুগ্ধ মনোহর
যৌবনে বসন্ত হল রসের সাগর
প্রৌঢ়ত্বে বসন্ত হল কুহক নাগর
বার্ধক্যে বসন্ত আর আসে না এখন।

আসবে কি করে বল থাকি বিছানায়
কেউ কিছু এনে দিলে তবে খাওয়া হয়
একা একা কোথায়ও হয় নাতো যাওয়া
বিছানায় পড়ে শুধু গিলে খাই হাওয়া।

বসন্ত আসে যায়, বল আমার কি তাতে?
চোখ বুঁজে দেখি আমি বাসন্তীকে রাতে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন