বায়না
শংকর ব্রহ্ম
এমন কি আছে কেউ,ভালবাসা চায় না?
অনেকেই চায় জানি,সকলে তা পায় না।
ভাগ যোগ করে প্রেম দেয়া নেয়া যায় না
ভালবাসা মেপে নেওয়া যায় না
মেপে দেওয়া যায় না,
বল তবে সবে আজ,কে কে দেবে বায়না?
ভালবাসা কেড়ে নিতে,ছুটে আসে হায়না,
কিছুতেই তবু যে তা কেড়ে নেওয়া যায় না
খুন করা যায় প্রেম কেড়ে নেওয়া যায় না,
আগে ভাগে করে দাও সকলেই বায়না।

মন্তব্য করতে ক্লিক করুন