বেকুফ
শংকর ব্রহ্ম
ভালবাসি বললেই ভালবাসা হয় না
আনচান করে মন চান করে যায় না,
খিদে, খিদে ভরা পেটে ভাত চেয়ে খায় না
কারও কাছে দয়া মায়া কিছুই সে চায় না।
কাছে কেউ ডাকলেই সোজা চলে যায় না
মানুষের ভিতরই দেখে ক্রূর হায়না,
মানুষকে যত ভয় তাই কাছে যায় না
জানোয়ার কাছে এলে মোটে ভয় পায় না।
এমন মানুষ দেখি কেউ আজ চায় না
ছাড়পোকা ভেবে তাকে টিপে মারা যায় না,
তাকে নিয়ে কি করবে ভেবে কেউ পায় না
বেকুফকে শো-কেসেও ভরে রাখা যায় না।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন