বিলীন
শংকর ব্রহ্ম
তুমি মানো আর না মানো
রমণীরা এক একটা প্রবাহিত নদীর মতোন,
আর পুরুষেরা এক একটা স্থির গম্ভীর পাহাড়
নদী যখন
পাহাড় ছেড়ে নেমে আসে সমুদ্রের টানে
তখন গতি খুব তীব্র থাকে তার
তারপর ধীরে ধীরে শ্লথ হয়ে আসে
আশা নিরাশায় কত জোয়ার ভাটায় ভাসে,
উত্তাল সমুদ্রে মিশে শেষে
সে একেবারে বিলীন হয়ে যায়,
মিষ্টি জলধারা তার কোথায় হারায়?
☞ শং. ব্র. ➤
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন