বিকেন্দ্রীকরণ
শংকর ব্রহ্ম

ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাই
কেন্দ্রীভূত হলে
ক্ষমতার দম্ভ আসে মনে
দম্ভ মানুষকে অন্ধনিষ্ঠুর করে
তার কথা না শুনলে পরে
চন্ডাল রাগ জমে মনে
সেই ক্রোধে যার দিকে চায়
সেই পুড়ে যায়।

এভাবে চলতে থাকলে
রাগ ক্রমে জমতে জমতে
নিজেকে পোড়ায়, তাই
ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাই।

১১২
মন্তব্য করতে ক্লিক করুন