বিনীত আবেদন

শংকর ব্রহ্ম শংকর ব্রহ্ম

বিনীত আবেদন
শংকর ব্রহ্ম


ভাতা পাওয়া বুদ্ধিজীবী
কোথায় আছ সব?
দেশে যা আজ ঘটছে
সেটা করছ অনুভব?

ভাতাজীবী বুদ্ধিজীবী
সব অন্ধ কালা হয়ে,
দেশে যা সব ঘটছে
দেখবে না তা চেয়ে?

ভাতায় লোভে চোখটি বুজে
মুখটি বুজে থেকে,
দলদাস করবে প্রমাণ
সব কিছু আজ দেখে?

বিবেক কোথায় হারিয়ে গেছে
খোঁজ করে তা দেখ
দু'এক ছত্র সুবিচার চেয়ে
আজকে না হয় লেখ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন