শংকর ব্রহ্ম

কবিতা - বিরহব্যথা

শংকর ব্রহ্ম

বিরহব্যথা
শংকর ব্রহ্ম

১).

ভালবাসি যখন তখন
তবুও কাছে আসিস না,
লনে একা টেনিস খেলিস
আমায় ভুলেও ডাকিস না।

জানলা ধরে দাঁড়িয়ে থাকি
দেখি না তবু তোকে
আমার এখন সময় কাটে
বন্ধুদের সঙ্গে রকে।
২).

শীতের রাতে মুখ দেখি না
জানলা থাকে বন্ধ,
খেজুর গাছে ঝুলছে হাঁড়ি
পাই যে রসের গন্ধ।
ভোরের আলো ফুটবে যখন
আমি তো তখন আপন মনে,
তুই তখন ঘুমে মগন
থাকি যে তোর অন্বেষণে।

পরে পড়বো
১৬৪
মন্তব্য করতে ক্লিক করুন